টাঙ্গাইলে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

টাঙ্গাইলে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার

টাঙ্গাইলে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার

টাঙ্গাইলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ও রোববার (১৫ ডিসেম্বর) সকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি বাছেদ মন্ডল, বাসাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল, বাসাইল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কামরান খান বিপুল, টাঙ্গাইল জেলা ছাত্রলীগ নেতা নাহিদ হাসান, সদর উপজেলার গোলচত্বর এলাকার ওমর ফারুক।

মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মির্জাপুরের গোড়াই পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে আলাল ও বিপুলের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা হয়। ওই মামলার ভিত্তিতে উপজেলা সদরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ জানান, টাঙ্গাইল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে অপর তিনজনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।