সাংবাদিক তুরাব হত্যা মামলা: পুলিশের এডিসি দস্তগীর গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিক তুরাব হত্যা মামলায় পুলিশের এডিসি দস্তগীর গ্রেফতার

সাংবাদিক তুরাব হত্যা মামলায় পুলিশের এডিসি দস্তগীর গ্রেফতার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অন্যতম আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.সাদেক দস্তগীর কাউছারকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে শেরপুর জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান।

তিনি বলেন, বুধবার বিকেলে তুরাব হত্যা মামলার এই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে আদালতে তোলা হবে।

বিজ্ঞাপন

এ নিয়ে তুরবা হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পিবিআই। এর আগে ১৭ নভেম্বর রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয় তুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহাকে।

প্রসঙ্গত, চলতি বছরের গত ১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজারে কালেক্টরেট মসজিদের পাশে সড়কে পুলিশের গুলিতে গুরুতর আহত হন এটিএম তুরাব। ওইদিন সন্ধ্যায় নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদ্য বিবাহিত তুরাব দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও স্থানীয় দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ছিলেন।

ঘটনার এক মাস পর (১৯ আগস্ট) নিহতের ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর) বাদী হয়ে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে প্রধান করে পুলিশ কর্মকর্তাসহ ১৮ জনের নামোল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।