আমার মদের লাইসেন্স আছে: কণ্ঠশিল্পী আসিফ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আদালতে সংগীতশিল্পী আসিফ আকবর, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আদালতে সংগীতশিল্পী আসিফ আকবর, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সংগীতশিল্পী আসিফ আকবরকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (২০ নভেম্বর) তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান তার জামিন মঞ্জুর করেন।

গত ২৩ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দিন ঢাকার সিএমএম আদালতে আসিফের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তাকে পলাতক দেখিয়ে এ চার্জশিট দেওয়া হয়।

বিজ্ঞাপন

তেজগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আসিফের বিরুদ্ধে একটি মামলা হলে ২০১৮ সালের ৬ জুন রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা (বিদেশি মদ) পাওয়া যায়। পুলিশ দাবি করে আসিফ মদ রাখার কোন লাইসেন্স দেখাতে পারেনি।

আদালতে আসিফ বলেন, ১০ বছর ধরে আমার মদের লাইসেন্স আছে। আমাকে সোয়া ৫ লিটার পর্যন্ত মদ রাখার অনুমতি দেওয়া হয়েছে। পুলিশ আমার কাছে চারটি মদের বোতল পেয়েছে। আর সেখানে ৪ লিটার মদই ছিলো।

বিজ্ঞাপন