রেলের অবৈধ গেট বন্ধের নির্দেশনা চেয়ে রিট

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দেশের রেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও অবৈধ গেট বন্ধের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে।

রোববার (২৪ নভেম্বর) আইনজীবী একলাস উদ্দিন ভুইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন। জনস্বার্থে আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলী রিট আবেদনটি করেন।

বিজ্ঞাপন

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

এর আগে গত ১৬ জুলাই ৭২ ঘণ্টার মধ্যে দেশের রেলওয়ের সব রেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও অবৈধ ক্রসিং বন্ধ করতে সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ দিয়েছিলেন আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া। ওই নোটিশের পর রিট আবেদনটি করা হলো।

বিজ্ঞাপন