পটিয়ার ৪টি গ্রামে ভূগর্ভস্থ পানি উত্তোলনে নিষেধাজ্ঞা
চট্টগ্রামের পটিয়া থানার চারটি গ্রামের পানি সংকট নিরসন না হওয়া পর্যন্ত শিল্প কারখানার ভূগর্ভস্থ পানি উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। সেখানে সুপেয় পানি সরবরাহের নির্দেশ দিয়ে এলাকাকে পানি সংকটাপন্ন ঘোষণা করা হবে কি না তিন মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পানি সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পটিয়ার চার গ্রাম হলো-চরকানাই, হুলাইন,পানচুরিয়া ও হাবিলাসদ্বীপ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) এর আগে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।
চট্টগ্রামের পটিয়া থানার চরকানাই, হুলাইন, পানচুরিয়া ও হাবিলাসদ্বীপ গ্রামের শিল্প কারখানার ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে ৩০ হাজার বাসিন্দা পানি সংকটে পড়েন। ৩০০ নলকূপ থাকলেও পানি পাওয়া যাচ্ছিল না। এর প্রেক্ষিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০১৪ সালে রিট করে হাইকোর্টে। রুল জারির পর চূড়ান্ত শুনানি শেষে এই রায় দিলেন আদালত।