সাবেক হুইপ জামালকে আত্মসমর্পণের নির্দেশ

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালকে দুর্নীতির মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দুদকের মামলা থেকে তাকে অব্যাহতির আদেশ কেন বাতিল করা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) অব্যাহতির আদেশ বাতিল চেয়ে ‍দুদকের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত নিয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

দুঃস্থদের চাল আত্মসাতের এ মামলায় গত অক্টোবরে নিম্ন আদালত তাকে অব্যাহতি দেন। এ অব্যাহতির আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে আবেদন করেছিল।

বিজ্ঞাপন

২০০৬-২০০৭ অর্থবছরে ঈদের আগে গরিবদের জন্য বরাদ্দ করা চাল গরিবদের মধ্যে বিতরণ না করে আত্মসাৎ করার অভিযোগে ২০০৯ সালে ২৫ জুন দুদকের সহকারী পরিচালক আব্দুর রহিম জমদ্দার বাদী হয়ে বরিশালের বানারীপাড়ায় পৃথক ২০টি মামলা করেন। এ সব মামলায় পরে অভিযোগপত্র জমা দেয়। এটি গ্রহণ করে গত ৩ অক্টোবর সৈয়দ শহিদুল হক জামালকে অব্যাহতি দেন বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালত।