টুপির বিষয়ে কেউ জানেনা কী করে হয়: হাইকোর্ট

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রাকিবুল হাসান রিগ্যান/ ছবিঃ বার্ত২৪.কম

রাকিবুল হাসান রিগ্যান/ ছবিঃ বার্ত২৪.কম

হলি আর্টিজান মামলার রায়ের দিন দণ্ডিত দুই আসামির মাথায় আইএসের টুপির বিষয়ে কেউ জানেনা তা কি করে হয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

রোববার (১ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক মামলার শুনানিতে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গে এ বিষয়ে মন্তব্য করেন আদালত।

আদালত বলেন, আইএসের টুপি নিয়ে পত্রিকায় দেখলাম- পুলিশ বলছে তারা এ বিষয়ে জানে না। অন্যদিকে কারা কর্তৃপক্ষ বলছে টুপি কারাগার থেকে যায়নি। তাহলে টুপি দিলো কে?

বিজ্ঞাপন

আদালতে আসকের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। তার সঙ্গে ছিলেন আইনজীবী জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।