হট্টগোলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

৫ ডিসেম্বর আপিল বিভাগে হট্টগোল করেন বিএনপিপন্থী আইনজীবীরা

৫ ডিসেম্বর আপিল বিভাগে হট্টগোল করেন বিএনপিপন্থী আইনজীবীরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের শুনানিতে আপিল বিভাগে হট্টগোলকারী আইনজীবীদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের প্রতি এ নোটিশ দিয়েছেন আইনজীবী রাশেদা চৌধুরী নিলু। রোববার (৮ ডিসেম্বর) তিনি এ নোটিশ পাঠান।

বিজ্ঞাপন

গত ৫ ডিসেম্বর আপিল বিভাগে খালেদার জামিন শুনানিতে বিএনপিপন্থী আইনজীবীরা স্লোগান দেন। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে হট্টগোল করলে আদালতের কার্যক্রম বন্ধ থাকে। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল ছয় বিচারপতির বেঞ্চে এ হট্টগোল হয়।

পরে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীরা ঘটনাটিকে নজীরবিহীন বলে আখ্যায়িত করেন।

বিজ্ঞাপন