মায়ের মৃত্যু, মাদকাসক্ত ছেলের দোষ স্বীকার

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে মা সুরাইয়া আক্তারকে (৪৫) ছুরিকাঘাতে হত্যার কথা আদালতে স্বীকার করলেন মাদকাসক্ত ছেলে সজীব হাওলাদার।

শনিবার (২৮ মার্চ) বিকেলে মামলাটির তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদ আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদার হোসেনের কাছে আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।

বিজ্ঞাপন

আসামির জবানবন্দি রেকর্ড করে ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৭ মার্চ রাত সাড়ে ১১ টার দিকে সুরাইয়াকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় মৃতের মাদকাসক্ত ছেলে সজীবকে (১৭) আটক করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

মৃত সুরাইয়া বাসা বাড়িতে কাজ করে সংসার চালাতেন। ছেলে সজীব মাদকাসক্ত হওয়ায় প্রায়ই তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে নেশা করতো। ঘটনার রাতে সে মায়ের কাছে টাকা দাবী করলে মা তা দিতে অস্বীকার করে। ফলে সজীব সুরাইয়ার ওপর অত্যাচার শুরু করলে এক পর্যায়ে সুরাইয়া বাড়ির বাইরে চলে আসে। সেখানে সজীব তার মাকে ছুরিকাঘাত করে হত্যা করে।