সাহাবউদ্দিন মেডিকেলের এমডিসহ তিনজন রিমান্ডে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসাপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম

সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসাপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম

রাজধানীর গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসাপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামসহ তিন জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডকৃত অপর দুই আসামি হলেন- হাসপাতালটির সহকারী পরিচালক আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জুলাই) আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান।

শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

১৯ জুলাই সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় সহযোগিতা না করায় হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিককে আটক করে র‌্যাব।

২০ জুলাই ফয়সাল আল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব।

গত ২০ জুলাই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে মামলা করে র‌্যাব।

সরকারি অনুমোদন না থাকলেও করোনাভাইরাস পরীক্ষা করানো এবং করোনার নেগেটিভ রোগীকে পজিটিভ দেখিয়ে হাসপাতালে ভর্তি রেখে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগে মামলা দায়ের করা হয়।