ছোট নীড়ও দেখাবে বড়, জানতে হবে উপায়

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাড়ি সাজানোর শখ থাকলেও নির্দিষ্ট একটা জায়গার মধ্যে ঘর সাজাতে গিয়ে অনেকেই হিমশিম খান। ছোট্ট পরিসরে কোথায় প্রয়োজনের জিনিসগুলো রাখবেন, তা ভেবেই মাথায় হাত পড়ে। ছোট্ট ঘরকে কী ভাবে সাজানো যায়, যাতে ঘরটা বড় দেখাবে, জেনে নিন সেসব উপায়।

ঘরের রং হালকা করুন

বিজ্ঞাপন

ঘর বড় দেখানোর জন্য প্রথমেই ঘরের রং হালকা করতে হবে। যত হালকা করবেন ঘর, তত বড় দেখাবে। প্রয়োজনে আসবাবগুলোতে ঘরের রঙের সঙ্গে বৈপরীত্য তৈরি করবে এমন রং করান। সাদা, হাল্কা নীল বা সবুজ রং করাতে পারেন। হালকা রঙে ঘর উজ্জ্বলও দেখাবে।

ঘরকে আলোকিত করুন

দিনের বেলা জানলা খুলে রাখুন, জানলা দিয়ে আলো এলে ঘর বেশি বড় দেখাবে। হালকা রঙের পর্দা ব্যবহার করতে পারেন। খুব ভাল হয় স্বচ্ছ কাপড়ের পর্দা ব্যবহার করুন, বেশি আলো আসবে।

জানালার পাশে ফুল গাছ রাখুন

জানালার পাশে ছোট ছোট ফুল গাছ রাখুন, ঘর সুন্দর লাগবে। রাতে ঘর বড় দেখানোর জন্য আলোর কারসাজি করতে হবে। ঘরে ল্যাম্প, ফোকাস লাইটের ব্যবহার বেশি করে করুন। ফল্স সিলিংয়ের ব্যবহার করে লাইট লাগাতে পারেন।

একই আসবাবের বহু ব্যবহার

ঘরে জায়গার অভাব, তাই আসবাব বাছাইয়ের ক্ষেত্রে বেশ সতর্ক থাকতে হবে। এমন আসবাব বাছাই করতে হবে যেগুলির বহুমু‌খী ব্যবহার রয়েছে। সোফা কাম বেড, ফোল্ডিং টেবলের মতো আসবাব দিয়ে সাজিয়ে তুলুন ঘর।

আয়না ব্যবহার করুন

ঘরে আয়না রাখলে ঘর বেশি বড় ও উন্মুক্ত লাগে। তাই বসার ঘরে শৌখিন আয়না লাগাতে পারেন। আসলে আয়নায় আলো প্রতিবিম্বিত হয়, তাই সেটা ঘরকে উজ্জ্বলও রাখে। বসার ঘরে জানলার ধারে আয়না রাখুন। সোফার পিছনে বড় দেওয়াল থাকলে সেখানেও বিভিন্ন আকৃতির আয়নার ফ্রেম লাগিয়ে রাখতে পারেন।

ঘরের জায়গা মেপে আসবাবপত্র কিনুন

ঘরের জায়গার তুলনায় যদি আসবাবপত্র অপ্রয়োজনীয় ভাবে বড় হয়ে যায়, তা হলে সমস্যা হয়। তাই জিনিস কেনার আগে একটু জায়গা মেপে নিন। তা হলেই ঘর বড় দেখাবে। আসবাবপত্রগুলো সম্ভব হলে ঘরের কোণে করে রাখার চেষ্টা করুন।