মেজর সিনহার হত্যাকাণ্ডে জড়িতরা পার পাবে না: কাদের

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, মর্মান্তিক এ হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার মাকে সান্ত্বনা দিতে গিয়ে যা বলেছেন, আমি সেটাই উচ্চারণ করব সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যকে উদঘাটন করা হবে। যারা এর সঙ্গে জড়িত তারা কোনো অবস্থাতেই পার পাবে না।

বুধবার (৫ আগস্ট) শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিক টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ রোডের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। পুলিশের দাবি, চেকপোস্টে তল্লাশির সময় তিনি বন্দুক বের করলে আত্মরক্ষার্থে গুলি চালান পুলিশ সদস্যরা।

 

বিজ্ঞাপন