আড়াইহাজারে আ.লীগের দু'পক্ষের টেটাযুদ্ধে নিহত ১
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের দুই পক্ষের টেটাযুদ্ধে আনোয়ার হোসেন (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
বুধবার (৫ আগস্ট) রাতে ও বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার উচিতপুরা ইউনিয়নের কাদিরদিয়া গ্রামে দুই দফা সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে এবং উচিতপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের বড় ভাই।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উচিতপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার হানিফ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফর গ্রুপের সঙ্গে রাজনৈতিক বিরোধের জের ধরে ৫ আগস্ট সন্ধ্যায় হানিফ মেম্বার তার দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।
এ সময় বসত ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। বৃহস্পতিবার সকালের দিকে ফের হামলা চালানো হয়। এতে আনোয়ার নিহত হন। আহতদের একজনকে ঢাকায় বাকিদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে ৷ থানায় মামলা দায়ের করার পর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।