শার্শা সীমান্তে পাচারের সময় ২৮ কেজি রুপা উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল(যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

যশোরের শার্শা সীমান্ত দিয়ে পাচারের সময় ২৮ কেজি ভারতীয় রুপা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (৭ আগস্ট) ভোরে পরিত্যক্ত অবস্থায় শার্শা সীমান্তের গোগা গাজিপাড়া মাঠ থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এ রুপার চালান উদ্ধার করে।

বিজ্ঞাপন

২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্নেল মুনজুর এলাহী জানান, গোপন খবর আসে সীমান্ত পথে রুপার একটি চালান পাচার হচ্ছে। এ সময় বিজিবি সদস্যরা অভিযান চালালে চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ঐ ব্যাগের মধ্য থেকে ২৮ কেজি ২শ গ্রাম রুপা উদ্ধার করা হয়। বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত রুপা শার্শা থানায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে।