বিনা টিকিটে ভ্রমণে ৮০ জনের জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে ব্লক চেকিং চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে ব্লক চেকিং চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে ব্লক চেকিং চালিয়ে টিকিট ছাড়া ট্রেনে ওঠায় ৮০ জন যাত্রীর কাছ থেকে ৬৭ হাজার ৫০০ টাকা ভাড়া ও জরিমানা আদায় করেছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (৮ আগস্ট) পশ্চিমাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয় (পাকশী) সূত্রে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

এদিকে, সকাল থেকে বাংলাদেশ রেলওয়ের পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দের তত্ত্বাবধানে এই অভিযান চলানো হয়।বনলতা এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনগুলোতে ব্লক চেকিং করে এই ভাড়া ও জরিমানা আদায় করা হয়।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সব ট্রেনের অর্ধেক টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। একটি আসন খালি রেখেই যাত্রীদের টেনে বসতে হচ্ছে। এমন অবস্থায় কোনো যাত্রী টিকিট বিহীন যেন ট্রেনে যাত্রা করতে না পারে সে জন্যই বিভিন্ন রেল স্টেশনে নিয়মিত ভাবেই অভিযান পরিচালনা করছে রেলওয়ে।

বিজ্ঞাপন