পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই। ছবি: প্রতীকী।

পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই। ছবি: প্রতীকী।

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার আমতলা গ্রামে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ।

রোববার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য শাহিনুর রহমানকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমতলা গ্রামের হান্নান শেখ ও জান্নাত গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত ২৮ আগস্ট উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। এ ঘটনায় কালিয়া থানায় হান্নান শেখ গ্রুপের কিছলু বাদী হয়ে মামলা দায়ের করেন। রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সবুজ ও কনস্টেবল শাহিনুর রহমান আসামি গ্রেফতারের জন্য ওই এলাকায় যান এবং এজাহারভুক্ত আসামি লিকু শেখ ও তার ভাই সেকেন্দারকে গ্রেফতার করেন তারা। এ সময় আসামি পক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ কনস্টেবল শাহিনুর আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমশের আলী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন