দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল কাটা পরায় ইন্টারনেটে ধীরগতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের ক্যাবল কাটা পরে দেশব্যাপী ইন্টারনেটে সংযোগের গতি বিঘ্নিত হয়েছে।

আজ (৯ আগস্ট) দুপুরে আলীপুরে স্থানীয় এক জমির মালিক স্কাবেটর দিয়ে মাটি খননকালে বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত হাই ভোল্টেজ ডিসি পাওয়ার ক্যাবলটি কেটে ফেলেন। এতে সারা দেশের গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারে ধীর গতির সমস্যায় পড়েন। এ ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, সাবমেরিন ক্যাবলের (এসইএ-এমই-ডব্লিউ-৫) পাওয়ার সাপ্লাই অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্থ হয়েছে। সাবমেরিন ক্যাবলে কর্মরত ইঞ্জিনিয়াররা ক্ষতিগ্রস্থ স্থান চিহ্নিত করেছেন এবং ক্যাবল মেরামতের কাজ চলছে। কয়েক ঘণ্টার মধ্যে কাজ সম্পন্ন হবে এবং গ্রাহকরা আগের গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

তবে যারা ক্যাবলের ক্ষতি সাধন করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন