আত্মরক্ষার্থে শীতলক্ষ্যায় ঝাঁপ, ২ কিশোরের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাত ১১টায় মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এদের মধ্যে নিহাদ (১৮) স্থানীয় নাজিমউদ্দিন খানের ছেলে ও বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খানের ভাতিজা। অপর কিশোর জিসান (১৫) বন্দর প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি কাজিমউদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে বন্দরের ইস্পাহানী ঘাট এলাকায় স্থানীয় দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় আত্মরক্ষার্থে শীতলক্ষ্যায় ঝাঁপ দেয় মিহাদ ও জিসান। তারা উভয়েই নদী সাঁতরে পাড়ে উঠে গেছে এমনটি ভেবে স্থানীয়রা খোঁজ নেননি। তবে রাতে তারা বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে জানতে পারে সংঘর্ষে তারা নদীতে ঝাঁপ দিয়েছিল।
এ ঘটনার পর পরেই রাতে ফায়ার সার্ভিসের ডুবুরিদল নদীতে তল্লাশি শুরু করে। রাত সোয়া ১১টায় উভয়ের মরদেহ উদ্ধার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুদ্দিন জানান, শীতলক্ষ্যায় এক কলেজ ছাত্র ও এক স্কুলছাত্র নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিস নদীতে খোঁজ চালায়। রাতে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বন্দর থানায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।