স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক হলেন সেব্রিনা ফ্লোরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা

অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাকে এ পদে নিয়োগ দিয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের শুরুর দিকে আলোচনায় আসা অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করে অস্থায়ীভাবে কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করেন। পরে তিনি রোগতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) থেকে। এরপর সহকারী পরিচালক হিসেবে যোগ দেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি)। তিন বছর পর অধ্যাপনা শুরু করেন নিপসমে। পিএইচডি করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৬ সালে মীরজাদী সেব্রিনা ফ্লোরা পরিচালক হিসেবে যোগ দেন আইইডিসিআরে।

 

বিজ্ঞাপন