শেয়ালের কামড়ে আহত ১০, এলাকায় আতঙ্ক

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পাগলা শেয়ালের কামড়ে অন্তত ১০ জন আহত। ফাইল ছবি।

পাগলা শেয়ালের কামড়ে অন্তত ১০ জন আহত। ফাইল ছবি।

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরের পৌর শহরে পাগলা শেয়ালের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। এতে করে এলাকায় শেয়াল আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) পৌর এলাকার নারায়ণপুর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত আব্দুর রহিমকে (৬৪) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় ও ফিরুজা বেগম (১৭), আরাফাতকে (৫) নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে হঠাৎ ৪/৫টি পাগলা শেয়াল নারায়ণপুর দক্ষিণ পাড়ায় রাস্তায় চলাচলকারী ১০ জনকে কামড় দিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে একটি শেয়ালকে মেরে ফেলে। বাকি শেয়ালগুলো পালিয়ে গেছে। এতে করে এলাকায় শেয়াল আতঙ্ক বিরাজ করছে।

নবীনগর পৌরসভার ৭ নং ওয়ার্ড কমিশনার কবির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।