বগুড়ায় পুলিশ এবং ইউএনএফপিএ'র প্রশিক্ষণ কর্মশালা
জেলা পুলিশ বগুড়া এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) উদ্যোগে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা।
কর্মশালায় বগুড়া জেলার ১২টি থানার 'নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধী' হেল্প ডেস্কের নারী কর্মকর্তা, ১২টি থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ইউএনএফপিএ এর প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ পুলিশ কর্তৃক বাস্তবায়নাধীন Sustainable Initiative to Protect woman and Girls from Gender Based Violence (STOP GBV) প্রকল্পের আওতায় এ কর্মশালা আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নারী ও শিশু হেল্প ডেস্কের কর্মকর্তাদের আরো সংবেদনশীল হতে হবে। অফিসার ইনচার্জরা অবশ্যই থানায় আগত প্রত্যেকটা সেবা প্রত্যাশীর খবর নিবেন। 'মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার' এ শ্লোগানকে সামনে রেখে সবাইকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।