ডিআইজি প্রিজন বজলুর রশিদের বিরুদ্ধে দুদকের চার্জশিট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ডিআইজি প্রিজন বজলুর রশিদ

ডিআইজি প্রিজন বজলুর রশিদ

কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্তকৃত ডিআইজি প্রিজন বজলুর রশিদের বিরুদ্ধে দায়ের করা মামলায় চার্জশিট দিয়েছে দুদক।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (২৬ আগস্ট) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. নাসিরউদ্দীন ঢাকার সংশ্লিষ্ট বিশেষ জজ আদালতে এ চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞাপন

চার্জশিটে বর্ণিত অভিযোগে বলা হয়েছে, আসামি বজলুর রশীদ নামে-বেনামে অসাধু উপায়ে তার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ ৩, ১৪, ৩৫, ৯০২.০০ টাকা মূল্যের সম্পদ অর্জন করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ অক্টোবর দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে মো. বজলুর রশিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন