চলনবিলে আটকা পড়া ৪০ পর্যটককে উদ্ধার করল পুলিশ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

চলনবিলে আটকা পড়া ৪০ পর্যটককে উদ্ধার করল পুলিশ

চলনবিলে আটকা পড়া ৪০ পর্যটককে উদ্ধার করল পুলিশ

নওগাঁর আত্রাই থেকে নাটোরের চলনবিলে ভ্রমণে এসে রাতের বেলা তীব্র স্রোতে মাঝ বিলে আটকা পড়া নারী ও শিশুসহ ৪০ জন পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। মধ্যরাতে বিলের পানিতে তিন ঘণ্টা নৌকায় ভেসে থাকার পর এক পর্যটক ৯৯৯ নম্বরে কল দিলে রাতভর অবস্থান নির্ণয় শেষে ভোররাতে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা।

বিজ্ঞাপন

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, বুধবার নওগাঁর আত্রাই উপজেলার বলরামচক, কাশিয়াবাড়ি ও পাঁচুপুর থেকে ৫ জন শিশু, ১২ জন মহিলা এবং ২৩ জন পুরুষসহ ৪০ জনের একদল পর্যটক সিরাজগঞ্জের তাড়াশ ও গুরুদাসপুরের বিলসা বিল বেড়ানো শেষে রাতে সিংড়ার তিশীখালীর মাজারে আসেন। মাজার দেখে রাত সাড়ে ১০টায় নৌকাযোগে আত্রাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। তিন ঘণ্টার পথ অতিক্রম করার পর পর্যটকরা বুঝতে পারেন তারা পথ হারিয়েছেন। তারা প্রকৃতপক্ষে কোন জায়গায় অবস্থান করছেন কিংবা কোন দিকে যেতে হবে তারা তা বুঝতে পারছিলেন না।

পুলিশ সুপার জানান, গতকাল দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়। ফলে চলনবিল এলাকাতে বৃষ্টি ও দমকা বাতাস হচ্ছিল। বড় বড় পানির ঢেউ ছিলো। কোথাও কোনো বাড়ি ঘর নেই, নেই কোনো আলো ভেবেই নিয়েছিল তারা এ বিপদ কাটিয়ে উঠতে পারবে না। নৌকায় থাকা পিয়াস সরকার নামের এক ব্যক্তি তাৎক্ষণিকভাবে ন্যাশনাল হেল্প ডেস্ক ৯৯৯ নম্বরে কল করে। ৯৯৯ হতে তাদের কাছে অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে তারা তাদের অবস্থান কোনোভাবেই বলতে পারছিল না। তখন ৯৯৯ হতে ফোন দেওয়া হয় সিংড়া থানার অফিসার ইনচার্জকে। সিংড়া থানার অফিসার ইনচার্জ তাৎক্ষণিক বিষয়টি আমাকে অবহিত করে। রাত দেড়টায় সংবাদ প্রাপ্তির সাথে সাথে সিংড়া ও গুরুদাসপুর থানা পুলিশের ৫টি টিম পর্যটকদের উদ্ধারে কাজ শুরু করে।

বিজ্ঞাপন

লিটন কুমার সাহা জানান, আধুনিক প্রযুক্তি ও ঢাকা এলআইসি সহায়তায় রাত ১টা ৩৪ মিনিটে পর্যটকদের অবস্থান দেখা যায় সিংড়ার বিলদহর এলাকায়। সেখানে পুলিশ গিয়ে তাদের খোঁজে পায়নি। রাত ১টা ৪৬ মিনিটে নৌকার অবস্থান গুরুদাসপুরের যোগেন্দ্রনগরে জানা যায়। সেখানেও তাদের পাওয়া যায়নি। এভাবে বেশ কয়েকবার অবস্থান পরিবর্তনের পর অবশেষে রাত ৪টায় তাদের অবস্থান নিশ্চিত করে উদ্ধারে সমর্থ হয় পুলিশ। পরে সকালে সিংড়া থানা পুলিশ পর্যটকদের আত্রাই সীমানা পর্যন্ত পৌছে দেয়।