হাতিয়ায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে আলোর মশাল নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন আলোর মশালের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ সাংগঠনিক সম্পাদক রক্তিম জিহান, আমির হোসেন সৈকত, দপ্তর সম্পাদক শরিফ উদ্দিন, অর্থ সম্পাদক রাজিব উদ্দিন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক আশিস চন্দ্র মজুমদার, পরিবেশ বিষয়ক সম্পাদক রাকিব উদ্দিন, ক্রীড়া সম্পাদক সজীব উদ্দিন, সদস্য জিসান, ইলিয়াস, হোসেন এ রব পাঠাগারের টিম লিডার আতিকুর রহমান, রাকিব উদ্দিন, আব্দুল আলিম, গোলাম মাওলা প্রমুখ।

মানববন্ধনকারীরা অবিলম্বে বেড়িবাঁধ নির্মাণ ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি জানান।

বিজ্ঞাপন

মানববন্ধন শেষে আলোর মশালের স্বেচ্ছাসেবীদের সঙ্গে যুক্ত হয়ে সোনাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জোয়ারে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন।