মানিকগঞ্জে ৪ জুয়েলার্সকে জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মানিকগঞ্জে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করার দায়ে ৪ জুয়েলার্সকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে দিকে শহরের স্বর্নকারপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে রুমেল বলেন, দুপুরে ক্রেতা সেজে আহম্মেদ জুয়েলার্স থেকে ২১ ও ২২ ক্যারেটের দুইটি আংটির দাম জেনে নিই। পরে পরিচয় দিয়ে আংটি দুইটি পরীক্ষার জন্য হলমার্কে (স্বর্ণের ক্যারেট পরিমাপক প্রতিষ্ঠান) পাঠানো হয়। ২২ ক্যারেটের আংটি যথাযথ থাকলেও ২১ ক্যারেটের আংটিতে ১৯ ক্যারেট পাওয়া যায়।

তিন ঘন্টাব্যাপী অভিযানে ২১ ক্যারেট বলে ১৮ বা ১৯ ক্যারেটের স্বর্ণ বিক্রয় করার দায়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় । প্রিয়াংকা জুয়েলার্সকে ৭৫ হাজার টাকা, পাল জুয়েলার্সকে ৬০ হাজার টাকা, রাজধানী জুয়েলার্সকে ২০ হাজার টাকা এবং আহম্মেদ জুয়েলার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এছাড়া সকালে দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল বাজারে মেয়াদোত্তীর্ন ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে আরিফ মেডিকেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।