‘বিষফোঁড়া’ নিষিদ্ধের প্রতিবাদ ঘাতক দালাল নির্মূল কমিটির
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক তরুণ লেখক সাইফুল বাতেন টিটোর উপন্যাস ‘বিষফোঁড়া’ নিষিদ্ধ করার প্রতিবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
মঙ্গলবার (২৮ আগস্ট) সংগঠনের সভাপতি লেখক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শাহরিয়ার কবির এবং সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়
‘গত ২৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রচারিত এক বিজ্ঞপ্তিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির গবেষণা সেল-এর সদস্য, তরুণ লেখক সাইফুল বাতেন টিটো কর্তৃক কওমি মাদ্রাসায় শিশু-নির্যাতন বিষয়ক উপন্যাস ‘বিষফোঁড়া’ নিষিদ্ধকরণের আদেশের আমরা প্রতিবাদ ও নিন্দা করছি।
সরকারের কর্তব্য হচ্ছে নির্যাতন বন্ধের জন্য দেশের আইন অনুযায়ী নির্যাতকদের শাস্তিপ্রদান এবং নির্যাতিতদের রক্ষা করা।
‘ধর্মব্যবসায়ী মৌলবাদীদের তুষ্ট করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে একজন উদীয়মান মুক্তমনা লেখকের উপন্যাস নিষিদ্ধ ঘোষণা করেছে, যেভাবে নিকট অতীতে আমাদের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তক থেকে সাম্প্রদায়িক বিবেচনায় বাংলা সাহিত্যের বরেণ্য লেখকদের রচনা বাদ দেয়া হয়েছে এতে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত হয়েছে এবং জঙ্গী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তিকে প্রশ্রয় দেয়া হয়েছে।
‘আমরা সাইফুল বাতেন টিটোর ‘বিষফোঁড়া’ উপন্যাসটির নিষিদ্ধকরণ প্রত্যাহারের পাশাপাশি কওমি ও অন্যান্য আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে শিশু নির্যাতনের বিষয়টি তদন্ত করার জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠনের দাবি জানাচ্ছি। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’