ভারত থেকে ঘর বাঁধতে আসা সেই নারী কারাগারে
জন্মভূমি ও পরিবারের মায়া ত্যাগ করে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসা ভারতীয় সেই নারী এখন কারাগারে।
শনিবার (২৯ আগস্ট) সকালে ফুলবাড়ী থানা পুলিশ ভারতীয় ওই নারী ও তার তিন বছরের ছেলে সন্তানকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে। লালমনিরহাট ১৫ বিজিবির অধীন অনন্তপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা খবর পেয়ে শুক্রবার বিকেলে স্বামী ওবাইদুল হকের বাড়ি থেকে ওই নারীকে আটক করে শুক্রবার রাতেই বাদী হয়ে থানায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।
ভারতীয় ওই নারীর নাম শ্রীমতি সুনিয়া সাউ (২৯)। সে ভারতের ব্লাশপুর ছত্রিশগড় রাজ্যের মঙ্গলী জেলার জেড়াগাও থানার মৃত ফাগুরাম সাউ ও রাজকুমারী দম্পতির মেয়ে।
ওবাইদুল হক ভারতে গিয়ে রাজমিস্ত্রীর কাজ করার সুবাধে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে ভারতের দিল্লী শহরে চার বছর আগে ওই নারীকে বিয়ে করে ওবাইদুল হক। তাদের ঘরে একটি তিন বছরের ছেলে সন্তানও রয়েছে। তারা আরও জানান ভারতীয় ওই ওবাইদুল হকের বাড়িতে আসায় তার প্রথম স্ত্রী কল্পনা বেগম স্বামীর দ্বিতীয় স্ত্রী শ্রীমতি সুনিয়া সাউকে মেনে নিয়ে ঘরে তুলে নেন। কিন্তু গত কয়েকদিন ধরে প্রথম স্ত্রী কল্পনা বেগমের সাথে স্বামীর ওবাইদুল হকে সঙ্গে ঝগড়াঝাটি হওয়ার ভারতীয় নারী তার স্বামীর বাড়িতে আসার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা খবর পেয়ে শুক্রবার বিকালে ওবাইদুল হকের বাড়ী থেকে ওই নারীকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অবৈধ অনুপ্রবেশের অপরাধে ওই নারীর বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামল দায়ের করেছে এবং শনিবার সকালে ভারতীয় নারীকে কারাগারে পাঠানো হয়েছে।