নারায়ণগঞ্জে আইসিটি মামলায় গ্রেফতার ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় কাউসার আহম্মেদ পলাশ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডোমারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্র সংসদের ভিপি নিহাদুল ইসলাম রাজু বাদী হয়ে থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। গ্রেফতার পলাশ একই এলাকার জামান মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

মামলায় ভিপি নিহাদুল ইসলাম রাজু উল্ল্যেখ করেন, গ্রেফতার কাউসার আহম্মেদ পলাশ, আসাদউল্লাহ, নাজির প্রধান, জালালউদ্দিন, আবু সুফিয়ান, জাহাঙ্গীর ভূইয়াসহ অজ্ঞাত ৭/৮জন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বিভিন্ন ফেসবুকে আইডি খুলে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রকাশ পাওয়ায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করার জন্য অভিযান অব্যহত রেখেছে পুলিশ।

বিজ্ঞাপন