বিশ্ব শান্তি কামনায় রাজবাড়ীতে আশুরা পালিত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিশ্ব শান্তি কামনায় সরকারি নির্দেশনা মেনে সীমিত আকারে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আশুরা পালিত হয়েছে।

রোববার (৩০আগস্ট) সকাল ১০টায় রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়া’র উদ্যোগে জেলা শহরের বড় মসজিদের অভ্যন্তরে পবিত্র কোরআন তেলোয়াত ও বিশ্ব শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রতি বছর রাজবাড়ীতে আশুরা উপলক্ষে ব্যাপক কর্মসূচী থাকলেও করোনার পরিস্থিতির কারণে এ বছর সীমিত আকারে দিবসটি পালন করেছে রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়া সংগঠনটি।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার জেলা কমিটির সভাপতি কাজী ইরাদত আলী বলেন, প্রতিবছর এই আশুরা উপলক্ষে রাজবাড়ীতে প্রায় ৪০ হাজার ভক্ত সমাগত হয়। কিন্তু এ বছর করোনার প্রভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে কারবালার প্রান্তরে ঘটে যাওয়া সেই শোকাহত দিনটিকে স্মরণ করা হয়।

বিজ্ঞাপন

মোনাজাতে ভক্তবৃন্দ অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিশ্বশান্তি ও করোনামুক্ত বিশ্ব কামনা করেন।