অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না
আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনের যত সিট তত আসনে পূর্বের ভাড়ায় যাত্রী পরিবহনের অনুমোদন দিয়েছে সরকার। সাথে বেঁধে দেয়া হয়েছে কিছু শর্তও। তার মধ্যে অন্যতম হলো আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না।
রোববার (৩০ আগস্ট) এই নির্দেশনার বিষয়ে জানা যায়, গণপরিবহনের পূর্বের ভাড়ায় ফিরে যেতে শুক্রবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরী বিজ্ঞপ্তি দিয়েছে।
যাত্রী পরিবহনে সরকার অনুমোদিত শর্তগুলো হলো:
- আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না।
- গণপরিবহনে যাত্রীদের সুপারভাইজার/কন্ডাক্টর, হেল্পার, টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিতদের মাস্ক পরিধান বা ব্যবহার নিশ্চিত করতে হবে। তাদের হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা রাখতে হবে।
- যাত্রা শুরু এবং শেষ বাস-মিনিমাইজগুলো পরিষ্কার পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে।
- গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি মেনে চলতে হবে।