দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেল ঘুমন্ত দম্পতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি প্রতীকী।

ছবি প্রতীকী।

জামালপুরে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে মারাত্মকভাবে ঝলসে গেছে এক দম্পতির শরীর।

রোববার (৩০ আগস্ট) বিকেলে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (২৯ আগস্ট) রাত ৩টার দিকে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর হাটুভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

অ্যাসিড দগ্ধরা হলেন ওই এলাকার কৃষক মামুনুর রশীদ বাবলু (৫৫) ও তার স্ত্রী আমেনা বেগম (৪৫)।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, কৃষক মামুনুর রশীদ বাবলুর বাড়ির সামনে একটি গরুর খামার রয়েছে। সেই খামারের গোয়াল ঘরের এক কোনায় একটি চৌকিতে বিছানা পেতে প্রতি রাতেই তিনি এবং তার স্ত্রী আমেনা বেগম (৪৫) ঘুমাতেন। মূলত তারা গরু পাহারা দিতেই সেখানে থাকতেন।

গতকাল শনিবার রাত ৩টার দিকে ঘুমন্ত মামুনুর রশীদ বাবলুর বিছানার মশারির উপর অ্যাসিড ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে মামুনুর রশীদ বাবলুর ডান চোখসহ মুখ ও শরীরের বিভিন্ন স্থান এবং তার স্ত্রী আমেনা বেগমের ডান পাশের হাত থেকে পা পর্যন্ত ঝলসে যায়।

এ সময় মামুনুর রশীদ বাবলু ও তার স্ত্রীর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে তাদেরকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করে।

তবে উন্নত চিকিৎসার জন্য রোববার বিকেলে তাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল লতিফ মিয়া বার্তা২৪.কমকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখান থেকে অ্যাসিডে পোড়া মশারি, বিছানার চাদর ও অন্যান্য আলামত সংগ্রহ করেছি।’