বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে ট্রলার চালক নিখোঁজ

  • ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি প্রতীকী।

ছবি প্রতীকী।

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে মো. রফিক (৩৮) নামে এক ট্রলার চালক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শেখপুর বাজার সংলগ্ন বিলপদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিখোঁজ রফিকের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর এলাকায়।

শিবচর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে রফিকসহ আরও কয়েকজন লোক তাদের নিজ এলাকা থেকে পাটকাঠি ক্রয় করে একটি ইঞ্জিন চালিত ট্রলারে মাদারীপুরের উদ্দেশে রওনা হয়। মাদারীপুরে ওই পাটকাঠিগুলো বিক্রি করার কথা ছিল তাদের। কিন্তু পথিমধ্যে ওই এলাকায় নদীর উপর দিয়ে টানা বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে পানিতে পড়ে যান রফিক। এ সময় স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে আসে এবং শিবচর ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়েও রফিকের সন্ধান পায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল সাড়ে ৩টায়ও উদ্ধার অভিযান চলছে।

বিজ্ঞাপন

শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ শ্যামল বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।