ফুটপাতে রাখা নির্মাণ সামগ্রী স্পট নিলামে বিক্রি করল ডিএনসিসি

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

ফুটপাত অবৈধভাবে দখল করে নির্মাণ সামগ্রী রাখায় স্পট নিলামে তা বিক্রি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে গুলশান-২ এর ৮৬ নং রোডে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে যায় একটি টিম।

বিজ্ঞাপন

ওই রোডের একটি নির্মাণাধীন ভবনের কাজের জন্য ফুটপাত দখল করে রড রাখা হয়। সেখানে নির্মাণাধীন ভবনের তত্ত্ববধায়ক কাউকে না পেয়ে প্রথমে নিলামের ডাক দেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া। এরপর একজন সাইড ইঞ্জিনিয়ার পরিচয় দিলে তাকে ভৎসনা করা হয় এবং ২০ টন রড রাখার দায়ে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

কেন ফুটপাত দখল করে এভাবে মালামাল রাখা হয় জানতে চাইলে ওই সাইড ইঞ্জিনিয়ার কোনো জবাব দিতে পারেননি। পরে স্পট নিলামে তুললে তাতে ৫ জন অংশ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

এর মধ্যে মাহমুদ মোল্লা নামে একজন সব রড ও রড কাটার মেশিন ৪৯ হাজার টাকায় ক্রয় করেন। পরে ট্যাক্স ভ্যাট বাবদ আরও ৭ হাজার টাকা দেন তিনি।

এ সময় প্রধান রাজস্ব কর্মকর্তা বলেন, ‘আমরা বার বার সতর্ক করার পরেও কেউ পাত্তা দেয়নি, তাই এগুলো নিলামে দেয়া হয়েছে। এখন এসব সরকারি মাল। যিনি নিলামে কিনেছেন তিনি ছাড়া কেউ ধরতে পারবেন না।’