সংসদ চত্বরে বৃক্ষরোপণ করলেন ৯ এমপি

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সংসদ চত্বরে বৃক্ষরোপণ করলেন ৯ এমপি

সংসদ চত্বরে বৃক্ষরোপণ করলেন ৯ এমপি

জাতির পিতার জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর স্মৃতিকে ধরে রাখার জন্য এক কোটি গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি ব্যক্তি কমপক্ষে একটি করে ফলজ, বনজ ও ঔষধি মোট ৩টি গাছ রোপণ করবেন। ধারাবাহিক এ বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে সোমবার (০৭ সেপ্টেম্বর) বৃক্ষের চারা রোপণ করেন ৯জন সংসদ সদস্য।

এদিন যারা বৃক্ষের চারা রোপণ করেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, মোঃ আব্দুস সোবহান মিয়া, মোহাম্মদ হাছান ইমাম খাঁন, আহসানুল ইসলাম (টিটু), কানিজ ফাতেমা আহমেদ, আশেক উল্লাহ রফিক, মনিরা সুলতানা, মোসাঃ তাহমিনা বেগম এবং মীর মোস্তাক আহমেদ রবি।

বিজ্ঞাপন

বৃক্ষের চারা রোপণের পর মোস্তাফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুকে চিরস্মরণীয় করে রাখার জন্যই আমাদের এই উদ্যোগ, জাতির পিতার জন্মশতবার্ষিক আমরা বৈশ্বিক মহাদুর্যোগ কোভিড-১৯ এর মাঝেই উদযাপন করছি। বঙ্গবন্ধুর মাধ্যমে বাংলাদেশ বিশ্বে পরিচিতি লাভ করেছে, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশ যেমন সবুজ থাকবে তেমনি আমাদের মনেও তিনি সবুজের প্রতীক হয়ে চীরদিন বেঁচে থাকবেন।

আব্দুস সোবহান মিয়া বলেন, সারা বাংলাদেশে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে, সরকারী ও বেসরকারীভাবে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিক পালনের কথা। বৈশ্বিক মহামারীর কারণে মূল অনুষ্ঠান কমিয়ে আমরা সীমিত আকারে পালন করছি। জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে আমরা উজ্জীবিত হয়ে পেয়েছিলাম স্বাধীনতার মূল মন্ত্র। জাতির পিতার জন্মশতবর্ষে বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে আমরা দেশকে সবুজ সমারোহে পরিণত করার মন্ত্রে আবারো উজ্জীবিত হবো।

বিজ্ঞাপন

আহসানুল ইসলাম (টিটু) বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে আমরা শুধু সংসদ ভবন চত্বরেই নয়, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে, প্রত্যেকটা মাধ্যমিক বিদ্যালয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, সারা বাংলাদেশের প্রতিটি সংসদীয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছি।

মুজিববর্ষ উপলক্ষে ৩৫০ থেকে ৫০০ টি বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাই তারিখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পর্যায়ক্রমে সকল সংসদ-সদস্যবৃন্দ সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মর্মে সিদ্ধান্ত রয়েছে।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক-২০২০ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।