ড্যানিয়েল প্রুডের মৃত্যু : রচেস্টার পুলিশ প্রধানের পদত্যাগ
যুক্তরাষ্ট্রে গ্রেফতারের সময় কৃষ্ণাঙ্গ ড্যানিয়েল প্রুডকে স্পিট হুড পরানোর পর মৃত্যুর ঘটনায় নিউ ইয়র্কের রচেস্টারের পুলিশ প্রধান ল্যা’রন সিঙ্গেলটারি পদত্যাগ করেছেন। শহরের মেয়র লাভলি ওয়ারেন সিটি কাউন্সিলের বৈঠকে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ৪১ বছর বয়সী ড্যানিয়েল প্রুডকে রাস্তায় নগ্ন অবস্থায় পান পুলিশ কর্মকর্তারা। পুলিশ জানতে পারে তিনি মানসিকভাবে অসুস্থ। তাকে গ্রেফতারের সময় থু থু বা কামড় এড়াতে পুলিশ স্পিট হুড ব্যবহার করে। পরে সে অজ্ঞান হয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত সাত পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে রচেস্টারের পুলিশ প্রধান ল্যা’রন সিঙ্গেলটারি বলেছেন, লোকজন যখন আমার চরিত্রে কলঙ্ক লেপন করতে চাইছে তখন একজন নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে আমি বসে থাকতে পারি না। প্রুডের মৃত্যুর ঘটনা জানতে পারার পর আমি যেসব পদক্ষেপ নিয়েছি। তবে সেগুলোকে ভুলভাবে তুলে ধরা ও রাজনীতিকরণ হচ্ছে। যেগুলোর কোনো ভিত্তি নেই।
মার্চ মাসে ঘটে যাওয়া সেই ঘটনার ভিডিওতে দেখা যায়, থুথু বা কামড় এড়াতে পুলিশ ‘স্পিট হুড’ নামের একটি যন্ত্র তার মাথায় পরিয়ে রেখেছিল। এ সময় তার মুখ নিচের দিকে দিয়ে দুই মিনিট চেপে ধরে রাখা হয়েছিল। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়। লাইফ সাপোর্টে নিলেও বাঁচানো যায়নি।