রাস্তা মেরামত করলেন স্কুল শিক্ষক
পাকা রাস্তার পিচ আর ইট, বালু উঠে চলাচলের অনুপযোগী। রাস্তার মাঝে মাঝেই খানাখন্দ। জীবন ঝুঁকি নিয়ে চলাচল প্রতিনিয়ত। বড় ধরনের দুর্ঘটনার আশংকা থাকলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। অবশেষে নিজ উদ্যোগে রাস্তা মেরামত করছেন হাফিজুর রহমান মোকলেছ নামের এক শিক্ষক। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নিজ ইউনিয়নের প্রধান সড়কসহ গ্রামের ৪টি সড়কে প্রায় আড়াই কিলোমিটার সড়ক সংস্কার করে এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।
বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল থেকে তিনি লোকজন সাথে নিয়ে রাস্তা মেরামত কাজ শুরু করেন। এসময় গাংনী-হাটবোয়ালিয়া সড়কের রাইপুর মাঠের মধ্যে গর্ত ভরাট করেন। রাইপুর গ্রামের প্রবেশমুখে সামসুল হকের বাড়ির সামনে ও রুমু হোসেনের বাড়িরে সামনে প্রায় দুশো গজ, শিমুলতলা গ্রামের বিএনপি নেতা আব্দাল হকের বাড়ির সামনের গর্ত, শিমুলতলা-ঝোড়পাড়া গ্রামের মাঝে প্রায় ৫০ ফুট এবং বাথানপাড়া থেকে ইকুড়ি গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটর রাস্তা মেরামত করা হয়।
ভাঙ্গা রাস্তায় ইট-বালু দিয়ে রোলার করে চলাচলের উপযোগী করা হয়েছে। এতে দীর্ঘদিনের দুর্দশা থেকে মুক্তি মিলেছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পথচারীরা।
রাইপুর গ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুল ইসলাম বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সরকারি দপ্তরে যোগাযোগ করেও রাস্তা মেরামত হয়নি। চলতি বর্ষায় রাস্তাগুলো চলাচলের মতো অবস্থা ছিল না। মেরামতের এই উদ্যোগে আমরা খুব উপকৃত।
রাইপুর গ্রামের কৃষক মোতালেব হোসেন বলেন, গ্রামের মানুষের একমাত্র রাস্তাটি সরু তাই চলাচলে অসুবিধা হয়। তারপরে আবার কয়েক জায়গায় ৩/৪ বছর ধরে ভাঙাচোরা ও গর্ত হয়ে চলাচলের অনুপযোগী প্রায়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অনেকের কাছে ধরনা দিয়েও রাস্তা ভালো হয়নি।
একই গ্রামের কৃষক আতিয়ার রহমান বলেন, রাইপুর ইউনিয়নের সাথে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকার যোগাযোগ এ সড়কের সাথে। স্যালো ইঞ্জিন চালিত যানবাহনসহ মাঠের ফসল তোলার জন্য নানা প্রকার যান ব্যবহার করা হয়। ভাঙাচোরা এ রাস্তা নিয়ে আমাদের দুর্দশার সীমা ছিল না। মেরামতের মধ্য দিয়ে আপাতত স্বস্তি নেমে এসেছে।
জানতে চাইলে উদ্যোক্তা হাফিজুর রহমান মোকলেছ বলেন, সরকারি দপ্তর কবে মেরামত করতে সে আশায় বসে থাকলে এলাকার মানুষের কষ্ট কমবে না। কিন্তু রাস্তাগুলো মেরামত করা খুবই জরুরি ছিল। এলাকার মানুষের কষ্ট লাঘব করার জন্য নিজের টাকা খরচ করে কাজটি করছি।
রাস্তা মেরামতস্থলে উপস্থিত রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান মঙ্গল বলেন, এ শুভ উদ্যোগ এলাকার মানুষের কষ্ট কমানোর পাশাপাশি অন্য মানুষদেরও ভালো কাজে উদ্বুদ্ধ করবে। আওয়ামী লীগের কাছ থেকে মানুষ এমন কাজই আশা করে।
ব্যক্তি উদ্যোগে রাস্তা মেরামতের বিষয়টি সাধুবাদ জানিয়ে এলজিইডি গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ বলেন, এলজিইডি’র রাস্তাগুলো বড় ধরনের ভাঙাচোরা ছাড়া মেরামত করা যায় না। স্থানীয় মানুষদের এভাবে এগিয়ে আসা খুব জরুরি।