আশুলিয়ায় লেগুনাচাপায় নারী ভিক্ষুক নিহত
সাভারের আশুলিয়ায় লেগুনাচাপায় অজ্ঞাত এক নারী ভিক্ষুক নিহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাগবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত বৃদ্ধার নাম পরিচয় জানা যায়নি। তবে তিনি ভিক্ষুক ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, বিকেলে ওই এলাকায় রাস্তা পারাপারের সময় আশুলিয়াগামী একটি দ্রুত গতির লেগুনা তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় লেগুনাসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ নিহতের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে লেগুনাসহ চালককে আটক করে থানায় আনা হয়েছে।