গাইবান্ধায় ভবনের বিম ভেঙে শ্রমিকসহ নিহত ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধা সদরে চার লেন প্রকল্পের কাজে রাস্তার দুই ধারের ভবন অপসারণের সময় ভবনের বিম ভেঙে শ্রমিকসহ ২ জন নিহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের রেজিস্টার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- সদর উপজেলার বোয়ালী এলাকার মৃত মজিদ মিয়ার ছেলে আজাদ মিয়া (৩৫) ও ঠাকুরগাঁও এলাকার ছলিম উদ্দিনের ছেলে আব্দুল ওয়াহেদ মিয়া (৩০)।

স্থানীয়রা জানান, ওই স্থানে ভবন ভাঙার কাজ করছিলেন আজাদ মিয়া। এসময় ভবনের একটি বিম ভেঙে তার শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন আজাদ। একই সঙ্গে পথচারী আব্দুল ওয়াহেদ মিয়াও এ ঘটনায় নিহত হন।

বিজ্ঞাপন

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহারিয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।