সোনাইমুড়ীতে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক
নোয়াখালীর সোনাইমুড়ীতে শরিফুল হাসান (২১) নামের এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের থানার হাট বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত শরিফুল হাসান উপজেলার জয়াগ ইউনিয়নের মাওতলা গ্রামের সানা উল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এনএসআই পরিচয় দিয়ে শরিফুল হাসান থানার হাট এলাকার বিভিন্ন স্থানে মানুষকে ভয় দেখিয়ে অর্থ দাবি ও হাতিয়ে নিতো। গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানার এসআই আমির হামজা সঙ্গীয় ফোর্স নিয়ে থানার হাট থেকে তাকে আটক করে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াসউদ্দিন জানান, খবর পেয়ে ভুয়া পরিচয়পত্র সহ প্রতারক শরীফকে আটক করা হয়েছে। আগামীকাল তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।