গাইবান্ধায় ৫৯১ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব দুর্গাপূজা সামনে রেখে গাইবান্ধার ৭টি উপজেলায় ৫৯১টি মণ্ডপে চলছে পূজার প্রস্তুতি। চলছে প্রতিমা তৈরির কার্যক্রম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে এখন পর্যন্ত জেলার সাত উপজেলায় ৫৯১টি মণ্ডপ প্রস্তুত হচ্ছে। এবার জেলার সদরে ৯৯, সাদুল্লাপুরে ১০২, সুন্দরগঞ্জে ১৩৩, পলাশবাড়িতে ৪৯, গোবিন্দগঞ্জে ১২৮, সাঘাটায় ৬৫ এবং ফুলছড়ি উপজেলায় ১৫টি পূজা
মণ্ডপ-মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি রনজিত বকসী সূর্য এ তথ্য নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন, প্রাথমিকভাবে ৫৯১টি মণ্ডপ ধরা হয়েছে। তবে এর সংখ্যা আরো বাড়তে পারে।

গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তোহিদুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, দুর্গোৎসবে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জেলার সকল পূজা মণ্ডপে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হবে।

বিজ্ঞাপন