রাঙামাটি শহরে ভয়াবহ আগুন, ৯ দোকান পুড়ে ছাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

রাঙামাটি শহরে ভয়াবহ আগুন

রাঙামাটি শহরে ভয়াবহ আগুন

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ বাসস্টেশন এলাকায় নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৭ অক্টোবর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে অন্তত ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে তাদের।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার ভোররাত ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। রাতের শেষ সময়ে সংগঠিত এই অগ্নিকাণ্ডের সময় আশেপাশের সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলো। এসময় দোকানের ভেতরে থাকা জ্বালানি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে করে ঘটনাস্থলের একটি মুদি দোকান, মোবাইল রিচার্জের দোকান, সেলুন, লাইব্রেরি, টেইলার্সসহ মোট নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা জানিয়েছেন, একটি মুদি দোকানের ভেতরে মিটার সংযোগস্থলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসলেও দোকানগুলোর মধ্যে জ্বালানি গ্যাস সিলিন্ডার মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ হয়েছে। ক্ষয়ক্ষতির ব্যাপারে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে আলাপ করে নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন