ফরিদপুর আ.লীগ নেতাসহ ৫ জনের ৮৮টি ব্যাংক একাউন্ট জব্দ
মানিলন্ডারিং মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ ৫ জনের ৮৮টি ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, মানিলন্ডারিং মামলায় বরকত ও রুবেলসহ ৫ জনের ৮৮টি ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বাকি তিনজন হলেন, আসামি বরকতের স্ত্রী আফরোজা আক্তার পারভিন, রুবেলের স্ত্রী সোহেলী ইমরোজ পুনম এবং আব্দুস সাদেক মুকুল।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারি পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস আদালতে তাদের ব্যাংক হিসাবগুলি জব্দের আবেদন করেছিলেন।