নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ আটক ৬

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিলপাড়া ব্রিজ এলাকা থেকে পিকআপসহ তাদের আটক করা হয়। এ সময় একটি পিকআপ, দুটি ধারালো ছুরি, দুটি ছেনি উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- জেলার দেবিদ্বার উপজেলার নুর মানিক চর গ্রামের নুরুল হকের ছেলে সুজন (৩৫), একই গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মোশারফ হোসেন ( ২৪), সুরপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে আলম (২৭), গঙ্গানগর গ্রামের জামাল হোসেনের ছেলে ইসমাইল (২৫), জাফরাবাদ গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে মেহেদী হাছান বাবুল (২৪) ও বাগুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে আবদুল কাদের জিলানী (১৯)।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আশরাফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিলপাড়া ব্রিজ এলাকা থেকে পিকআপসহ তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে নাঙ্গলকোট থানা এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় আমরা পুলিশি নজরদারি ও রাতের টহল বৃদ্ধি করি। এরই অংশ হিসেবে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পিকআপসহ ৬ ডাকাতকে আটক করি এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ডাকাত সুজনের বিরুদ্ধে চান্দিনা ও দেবিদ্বার থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন