আশুলিয়ায় শিশু আসিফ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৭

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আশুলিয়ার কলতাসূতি এলাকায় শিশু আসিফ খান (৭) হত্যাকাণ্ডের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে অভিযুক্ত ৭ গ্রেফতার করা হয়। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রাতে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

নিহত আসিফ (৭) একই এলাকার জুয়েল রানার ছেলে। সে স্থানীয় দিপারোজ স্কুলে দ্বিতীয় শ্রেণীতে লেখা-পড়া করতো।

আটকরা হলো- আশুলিয়ার কলতাসূতি এলাকার এখলাস ব্যাপারীর ছেলে রফিকুল ইসলাম ও সুজন, মাতরীপুরের রাজৈর থানার তাতীকান্দার মৃত মোখলেস শেখের ছেলে কামাল, জামালপুরের ইসলামপুর পলকান্দা এলাকার আনোয়ার হোসেনের ছেলে সম্রাট আকবর, রংপুর জেলার পীরগঞ্জ থানার দশমুরা সাদুল্যাপুরের আমজাদ হোসেনের ছেলে রমজান, রাজবাড়ি জেলার পাংশা ধানার সাধেরচড় এলাকার মো এখলাসের ছেলে রহিম এবং কিশোরগঞ্জ কটিয়াদী থানার মৃত ওয়াদুদের ছেলে মজনু। তারা সবাই মধ্য বয়সী বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, শিশু আসিফ খান হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে মাঠে নামে পুলিশ। পরে সন্ধ্যায়  আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডে আরও কেউ সম্পৃক্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, নিহত আসিফ গত ১১ অক্টোবর তার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। নিখোঁজের দুই দিন পর একই এলাকার শ্রমিক কলোনি থেকে আসিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।