শিবালয়ে ১৯ জেলের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই কারাদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

এর মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ফারাশিদ বিন এনাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সাত জেলেকে এক বছর করে কারাদণ্ড দেন।

এছাড়াও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম রুহুল আমিন ১২ জেলেকে ১৬ দিন করে কারাদণ্ড দেন। এ সময় জেলেদের নিকট থেকে উদ্ধার হওয়া ২ লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয় বলেও জানান ইউএনও।

বিজ্ঞাপন