নাটোরে ৭০ কেজি জাটকা জব্দ, জাল ধ্বংস

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নাটোর সদর উপজেলার তেবাড়িয়া হাটে অভিযান চালিয়ে ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ১০ হাজার মিটার কারেন্ট জালও উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় জাটকা ইলিশ বিক্রয়ের অপরাধে মো. রুস্তম আলী (৪০) নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন জানান, চলমান প্রজনন মৌসুমে ইলিশের বিপণন, পরিবহন, বেচাকেনা ও মজুদ বন্ধ থাকার নির্দেশনা রয়েছে। তবুও তেবাড়িয়া হাটে ইলিশ কেনাবেচার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৬ লাখ টাকা মূল্যের প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট করা হয়।

এছাড়া জাটকা ইলিশ বিক্রয়ের অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী মাছ ব্যবসায়ী মো. রুস্তম আলীকে (৪০) ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে উদ্ধারকৃত ৭০ কেজি জাটকা ইলিশ সরকারি শিশু সদনে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন