শিবগঞ্জে ভারতীয় জাল রুপিসহ গ্রেফতার ৪

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় জাল রুপিসহ চার যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাটাগ্রাম ও ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ফুটানী বাজার আলালপুর গ্রামের মো. দুলাল হকের ছেলে মো. জিহাদ রানা (১৯), ছোট জামবাড়িয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে মো. নবী উল্লাহ (২৪), দুর্গাপুরের শফিকুল ইসলামের ছেলে মো. আব্দুস সামাদ (২৪) ও ধরমপুর মান্নুর মোড়ের বাবুল হোসেনের ছেলে আল-আমিন ওরফে বাইতুল ইসলাম মিশুক (১৮)।

জেলা গোয়েন্দা সংস্থার পরিদর্শক বাবুল উদ্দিন সরদার সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাটাগ্রাম ও ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৮০ হাজার ভারতীয় জালরুপি, একটি প্রিন্টার, মেমোরিকার্ডসহ ওই চার যুবককে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।