ইরফান সেলিম দেহরক্ষীসহ ফের ২ দিনের রিমান্ডে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নৌ-বাহিনীর এক কর্মকর্তাকে মারধর করার মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার বডিগার্ড জাহিদের ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৮ অক্টোবর) তিন দিনের রিমান্ড শেষে আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে ফের সাতদিনের রিমান্ড চায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মবিনুল হক।

বিজ্ঞাপন

আসামি পক্ষের আইনজীবী শ্রী প্রাননাথ রিমান্ড বাতিল চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান প্রত্যেকের ২দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

২৫ অক্টোবর রাজধানীর কলাবাগান থানাধীন এলাকায় নৌ-বাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় সাংসদ হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিমের গাড়িটি তাকে ধাক্কা মারে। পরিচয় দিলেও আসামিরা গাড়ি থেকে নেমে তাকে কিল-ঘুষি মারেন এবং মেরে ফেলার হুমকি দেন। তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন।