চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুদকের অভিযান: স্বেচ্ছাসেবকের কারাদণ্ড
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া সার্কেলের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে হাসপাতাল থেকে অবৈধভাবে সরকারি ওষুধ নেয়ার অভিযোগে জুয়েল রানা (২৭) নামে এক স্বেচ্ছাসেবককে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জুয়েল রানা সদর উপজেলার বেলগাছি মুসলিমপাড়ার আশু স্বর্ণকারের ছেলে এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক।
জানা গেছে, ওই হাসপাতালে অনিয়মের অভিযোগ পেয়ে দুদকের একটি দল অভিযান চালায়। হাসপাতালের নথিপত্র, উপস্থিতি তালিকা, রান্না ঘর, প্যাথলজি বিভাগ, ওষুধের কক্ষসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে সরকারি ওষুধ নেয়ার অভিযোগে জুয়েল রানাকে আটক করা হয়। পরে তাকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান। এরপর তাকে জেলা কারাগারে পাঠানো হয়।