নামের আগে ডাক্তার লেখায় পল্লী চিকিৎসকের জরিমানা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা বাজারে নামের আগে ডাক্তার লিখে রোগীদের সাথে প্রতারণা করার দায়ে সুকুমার বৈদ্য নামে এক পল্লী চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে ধল্লা বাজারে বৈদ্য মেডিকেল হলে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জমান রুমেল এ জরিমানা করেন।
এসব বিষয়ে আসাদুজ্জমান রুমেল জানান, ধল্লা বাজারে সুকুমার বৈদ্য নামে এক পল্লী চিকিৎসক এসএসসি পাস করলেও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। তিনি পল্লী চিকিৎসক হয়েও নামের আগে ডাক্তার লিখে দীর্ঘদিন ধরে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন।
পরে ওই মেডিকেল হলে অভিযান পরিচালনা করা হলে অভিযুক্ত পল্লী চিকিৎসক তার দোষ স্বীকার করেন এবং এ ধরনের কার্যক্রম আর করবেন না মর্মে মুচলেকা দেন। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান রুমেল।